এক শহরে বাস করতো এক ধনী লোক। লোকটির নাম ছিল মাইকেল। মাইকেল ধনী হওয়া সত্ত্বেও ইংরেজিতে ছিল খুবই কাছা কিছুই জানত না। হঠাৎ একদিন এক বিরাট মিটিংয়ে মাইকেলের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ এলো।তখন তো বেচারা খুবই চিন্তায় পড়ে গেল! প্রধান অতিথি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না।!ব্যাপারটা কেমন না!তাই সে স্থির করল আজ সে ইংরেজিতে কথা বলবেই। কিন্তু ইংরেজি শিখবে কিভাবে, ভাবতে ভাবতে বেরিয়ে গেল মিটিং এর উদ্দেশ্যে। হঠাৎ রাস্তায় এক লোককে দেখলো মোবাইলে ইংরেজিতে কথা বলতে লোকটি-Good job(ভালো কাজ)আবারYes(হ্যা)
আরেকটু যেতে একটি মেয়ে মাইকেলের পাশ কেটে যাচ্ছিল এবং বলছিল some time ago(কিছুক্ষণ আগে)মাইকেল বলতে লাগলো এই তো ইংরেজি পেয়ে গেছি এবং সে এগুলো সঙ্গে সঙ্গে মুখস্ত করে নিল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মাইকেলে গুলোর বাংলা অর্থ জানতো না। এইটা নিয়ে তার কোন মাথা ব্যথায় নেই। যাই হোক সে মিটিংয়ে পৌঁছালো। সেখানে ওই সময় ঘটলো এক অঘটন। মিটিংয়ে থাকা এক লোকের হীরের আংটি চুরি হয়ে গেছে। সেখানে তো এক বিরাট হইচই লেগে গেল। মিটিংটা খুব প্রয়োজনী বলে কিছুক্ষণের জন্য ব্যাপারটা ধামাচাপা দেওয়া হল। হঠাৎ সেখানে থাকা এক সাংবাদিক মাইকেল কে প্রশ্ন করল -
সাংবাদিক :-মিস্টার মাইকেল আপনি তো জানেন এখানে কিছুক্ষণ আগে একটা চুরি হয়েছে তা আপনি এ ব্যাপারটা কেমন ভাবে দেখছেন?
মাইকেল:-একটু ভাব নিয়ে বললোGood job.
সেখানে থাকা সবাই তো খুবই অভাক!তাই সাংবাদিক তাকে আবারও প্রশ্ন করা শুরু করল।
সাংবাদিক :-আপনি চুরিকে গুড জব বলছেন তার মানে কি আপনিও কখনো চুরি করেছেন আমরা কি ভেবে নিব আপনিও একটা চোর?
মাইকেল:-রেগে মেগে বললোYes.
সাংবাদিক :-কখন করেছেন?
মাইকেল :-some time ago.
তখন সেখানে থাকা পুলিশ মাইকেল কে গ্রেফতার করে নিল। বোকা মাইকেল কিছুই বুঝতে পারল না। আর এভাবেই সে তার অল্প বিদ্যার জন্য শাস্তি পেল। আল্লাহাফেজ।