কবিতাঃবাংলাদেশ।
কবিঃওমর ফারুক।
এই দেশ বাংলাদেশ।
আমার দেশ
তোমার দেশ
বীরের দেশ
স্বাধীন দেশ
আমার প্রিয় বাংলাদেশ।
ধানের দেশ
গানের দেশ
তেরো'শত নদীর দেশ
আমার প্রিয় বাংলাদেশ।
আমার ভাষা বাংলা ভাষা,
'মা'শেখালেন মাতৃ ভাষা
মিষ্টি বেশি;
আমার প্রিয় বাংলাদেশ।
সোনার দেশ
রুপার দেশ
হিরার চেয়েও দামি দেশ
আমার প্রিয় বাংলাদেশ।
লাল সবুজের বাংলাদেশ,
ভিডিওর রক্তে স্বাধীন দেশ
আমার প্রিয় বাংলাদেশ।