(১)নির্মলা, বেলা তো অনেক হল,
তবুও মনের মাঝে ধান ক্ষেতে বয়ে চলা তরঙ্গ,
তার উপরে উড়ে যাওয়া বিহঙ্গ থামে না কেন?
কেন ক্লান্ত মনের তপ্ত শ্বাস ঝরে পড়ে না।
কেন কুচকিয়ে যাওয়া হাতটি ধরে ৩ যুগ পরেও আত্ম গ্লানি আসেনা?
প্রথম দিনের চোখের বিনিময়ের স্বাদ টি আজো কেন সরলতার ভক্তি নিয়ে প্রেম ছড়িয়ে যায়?
আজো ইচ্ছে করে গ্রামের পুকুর পাড়ের পথটি ধরে জ্যোৎস্না রাতের আলো গায়ে মাখতে।?
নির্মলা আজো কেন তোমার সিঁথির সিঁদুর আর হাতের শাঁখা আমাকে পাগল করে দেয়।
আমার সাদা- কালো চুলে কেন তোমার হাতটি শাখা বাজিয়ে এলিয়ে বেলিয়ে চলে।
আমার কুচকে যাওয়া চোখের তারায় আজো তুমি তোমাকে খুজে ফিরো কেন?
চুপ কেন নির্মলা?
(২)'অমল ভালই তো বলছিলে থামলে কেন?
তুমিই তো ভাল জানো তবুও প্রশ্ন কর কেন?
আমিই তো ভাবি বেলা তো অনেক হল,
তবুও মন পাখির বুনো স্বভাব আজো মলিন হয়না কেন
আজো কেন তোমার চোখের তারায় নিজেকে খুজি?
প্রথম দেখার বাসনা কেন আজো প্রেষণা দেয়?
কেন সবেদ চুলের ফাকে কালো চুলের মত জ্যোৎস্নার আলো এ হৃদয়ে ঠিকরে পড়ে।
কেন আজো সিঁথির সিঁধুর দর্পণ বুকে কাপন তোলে, কেন হাতের কাকন আপন খেয়ালে বাজে, আপন মনেই নৃত্য করে।
৩ যুগেও যে উত্তর মেলে না অমল।