তোমাকে নিয়ে কবিতা লেখা যায়না।
পৃথিবীর কাল্পনিকতায়, কারো অবাস্তবতায়
যখন একে যাচ্ছি রঙ্গিন ফানুস
লিখে যাচ্ছি অবাস্তব সব কবিতা।
হয়ে উঠছি কল্পনার সার্থক রচয়িতা
সবার সাবাশ পেয়েও আমি যে
ব্যর্থ আজ। তুমি যে বড় বাস্তব
তোমার বিবরণ কিভাবে কবিতায়
আনব; বড় বিচিত্র আর গোপন যে
তোমার ভালোবাসা।
তোমায় নিয়ে সার্থক কবিতা লেখা
যায়না; আমি ব্যর্থ কবি থেকেই যাই!
28
View