এ সময়ের কথা হয়ত আমরা ভুলে যাবো
নিষ্ঠুর দিন আর অসহনীয় সব রাত
এ সময়ের কথা আমরা মনে রাখবো না
শতশত প্রাণ ঝরে যাক না
একদিন শুকিয়ে যাবে সব ক্ষত
হাসপাতালের বেডে দিন গুনতে হবে না
মানি না, মানবো না বলে
রুখে দেয়া লাগবে না সব কিছু
একদিন সব ঠিক হয়ে যাবে
বাঁধা সময়ে রেল ঠিক স্টেশনে পৌছবে
আকাশ থেকে আর গুলির বৃষ্টি ঝরবে না
উত্তাল সেই দিনগুলো মনে হবে যেন সব দুঃস্বপ্ন
তোমাকেও আমরা ভুলে যাবো
বিভ্রান্তির পথ বেছে নিয়েছিলে সেদিন
অরাজকতাকে উসকে দিয়েছিলে তুমি
একদিন আমরা এসব ভুলে যাবো