Posts

চিন্তা

আমরা কেন উলঙ্গ হলাম? (Premium)

November 20, 2024

মনিম হাসান

মানব ইতিহাস বর্ননা করলে দেখা যাবে, সবাই বলেছে শুধু গুহা মানব, যারা কথা বলতে জানত না, পোশাক ছিল না, এই রকম আদি মানবের কথা। অথচ ধর্মীয় দিক বিবেচনা করলে কিন্তু কোথাও এমন হবার কথা না, যারা কথা বলতে পারত, পোশাক ছিল না, কাচা মাংস খেতে এমন কোন ইতিহাস কোন ধর্মেই নাই। এখন আমার ধারনা, যারা এই আদি মানবের ইতিহাস রচনা করছে তারা, খুব সুচতুর ভাবে এড়িয়ে গেছে সভ্য মানুষের কথা, কারন এই সভ্য জাতি, তারা অবশ্যই মুসলিম হবার কথা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login