সন্ধ্যা প্রায় পেরিয়ে গেছে। গহীন গ্রামের ছোট্ট মেঠোপথ ধরে হাঁটছে রাহাত। আজ সে এসেছে তার মায়ের গ্রামের বাড়িতে। বহুদিন পর আসা। শেষ বিকেলের আলো গাঢ় লাল থেকে ধীরে ধীরে কালো হতে চলেছে। গ্রামবাসীদের থেকে শোনা সেই পুরোনো গল্পটা মাথার মধ্যে ঘুরছে—গ্রামের পশ্চিম কোণে এক প্রাচীন বাড়ি, যার নাম "কুণ্ডল ভবন", নাকি অভিশপ্ত।