পোস্টস

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্য

১৪ মে ২০২৪

রাশেদ শাহরিয়ার

কলাপাতা দুপুর 
রাশেদ শাহরিয়ার

পুকুরের জলে কলাপাতাও হয়ে আছে স্থির
 বিটপী বিতানে মুখর পাখিদের মুখ গম্ভীর 
 এরকম দৃশ্যের অনুবাদে জেনেছি দিনভরে
 নীরবতার গভীরতা কতদূরে ব্যাপ্ত চরাচরে 

ফুল ফুটে ঝরে গেলেও কোকিল নীরব
 রাজপথে নেই সুতীব্র মিছিলের কলরব
 আরক্ত মনে অগ্নিপ্রবাহ নিয়ে - এপ্রিলের দুপুর
 আমাদের বুকে হয়ে আছে যেন শান্ত সেই পুকুর