Posts

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্য

May 14, 2024

রাশেদ শাহরিয়ার

259
View
কলাপাতা দুপুর 
রাশেদ শাহরিয়ার

পুকুরের জলে কলাপাতাও হয়ে আছে স্থির
 বিটপী বিতানে মুখর পাখিদের মুখ গম্ভীর 
 এরকম দৃশ্যের অনুবাদে জেনেছি দিনভরে
 নীরবতার গভীরতা কতদূরে ব্যাপ্ত চরাচরে 

ফুল ফুটে ঝরে গেলেও কোকিল নীরব
 রাজপথে নেই সুতীব্র মিছিলের কলরব
 আরক্ত মনে অগ্নিপ্রবাহ নিয়ে - এপ্রিলের দুপুর
 আমাদের বুকে হয়ে আছে যেন শান্ত সেই পুকুর

Comments

    Please login to post comment. Login