পোস্টস

গল্প

রঙিন পরীর রাজ্য (প্রিমিয়াম)

২১ নভেম্বর ২০২৪

lutfor rahman

এক দেশে ছিল একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল মিষ্টি। মিষ্টির বয়স ছিল মাত্র সাত বছর, কিন্তু তার কল্পনার রাজ্য ছিল বিশাল। সে প্রতিদিন রঙিন খাতা আর পেন্সিলে অদ্ভুত সুন্দর জগৎ এঁকে ফেলত। তার আঁকা ছবিতে থাকত পরীদের রাজ্য, যেখানে ফুলগুলো কথা বলত, পাখিরা গান গাইত, আর মেঘগুলো ছিল তুলোর মতো নরম।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।