পোস্টস

নিউজ

২৮ বছর পর কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশ

২১ নভেম্বর ২০২৪

নিউজ ফ্যাক্টরি

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম রাখা হয়নি। ১৫ নভেম্বর এই তালিকা প্রকাশ করা হয়। গত ২৮ বছরের মধ্যে প্রথমবার এই তালিকায় বাংলাদেশের নাম ছিল না। 

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, আমরা এখনও বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সরকার থেকে কোনো নির্দেশ পাইনি। বর্তমান পরিস্থিতিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে কিছু বলতে পারি না।  

কলকাতা বইমেলার ৪৮তম আসরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া অংশগ্রহণ করবে। এবারের থিম কান্ট্রি হিসেবে থাকছে জার্মানি। প্রথমবার ইউরোপীয় এই দেশটি কলকাতা বইমেলার থিম কান্ট্রি হতে যাচ্ছে।   

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা ২০২৫ সালের ২৮ জানুয়ারি শুরু হবে। এটি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।  বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।        

উল্লেখ্য, ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে। ১৯৯৯ সালে এই বইমেলার থিমকান্ট্রি ছিল বাংলাদেশ। সে বছর হাসিনা নিজে মেলায় যোগ দিয়েছিলেন। এমনকি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত খালেদা জিয়া ও সামরিক শাসনের অধীনেও বাংলাদেশের অংশগ্রহণে কোনো বিরতি ছিল না। তবে আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানপোড়েনের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, এর ফলেই কলকাতা বইমেলায় অংশ নিতে পারছে না বাংলাদেশ।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া