আয়নায় নিজেরে দেখ আল আমিন
দুঃসময় তোর কি বেহাল দশা করেছে,
রাতের পর রাত কী দুঃসহ মানসিক যন্ত্রণা
কীসব দুশ্চিন্তায় নির্ঘুম তোর তিমির প্রহরেরা।
কেমন কাতর গলায় নিঃশব্দে কাঁদছে তোর পৃথিবী।
কারে বলবি তুই এসব?
কে শোনে রাত্রির দুই প্রহরে জেগে থাকা
হুতোম প্যাঁচার আর্তনাদ?
কে শোনে কৃষ্ণতিথির আঁধারে ডুবে থাকা
একাকী চাঁদের বিলাপ?
নিজের উপর রহম কর আমিন
কী ভাবি আর তোর ভাগ্য কী নিয়ে আসে বারবার
হায় জীবন! আর কত অপদস্থ করবি আমায়?
এবার হয় তরী দে নাহয় অবসান কর সব।