Posts

কবিতা

তানহা ; এক জীবনের আত্মজীবনী

November 22, 2024

Rafat Ahmed

Original Author রাফাত আহমেদ

41
View

তানহা,
তোমার নাম যেন এক এলগরিদম,
অজানা সমীকরণে জড়িয়ে থাকা
প্রেম আর শূন্যতার মাঝের ধ্রুবক।
তোমাকে ছুঁতে গেলেই
হাত ফসকে পড়ে যায় বাস্তবতা।

তোমার ঠোঁট,
এক সার্চ ইঞ্জিনের মতো
অজস্র উত্তর লুকিয়ে রাখে,
যা আমি কখনোই খুঁজে পাই না।
তোমার হাসি?
একটি গ্লিচ,
যা সময়ের প্রবাহকে থামিয়ে দেয়
এক মুহূর্তের জন্য।

তানহা,
তুমি কি জানো?
তোমার ছায়া কোনো সাধারণ ছায়া নয়।
সেটা নিজস্ব ভাষায় কথা বলে—
নীরব,
তবু বজ্রের মতো প্রবল।

তুমি যখন হাঁটো,
পায়ের তলায় ফুটে ওঠে
অদৃশ্য মানচিত্র,
যেখানে আমি হারিয়ে যাই।
তোমার প্রতিটি স্পর্শ
একটি কোড,
যা খুলে দেয় এক বিকল্প বাস্তবতা।

তানহা,
তুমি কি স্বপ্ন, নাকি এক বাস্তবের ভার্সন?
তোমার অনুপস্থিতি
হাজার ফ্রেমের মাঝখানে ঝুলে থাকা
এক অসমাপ্ত সিনেমা।
তোমার নামের প্রতিটি অক্ষর
নিঃশব্দে লিখে যায়
আমার হৃদয়ের অদৃশ্য নোটপ্যাডে।

তোমার অস্তিত্বে মিশে আছে
নক্ষত্রের ধুলো,
অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং,
আর একান্ত ব্যক্তিগত শূন্যতা।
তানহা,
তুমি প্রেম নও—
তুমি তার পরবর্তী অধ্যায়।

Comments

    Please login to post comment. Login