কালক্রমে কালই হয় সবকালের মহানায়ক,
মহাকাল এর স্বাক্ষী,
প্রতিটি প্রাণ অনন্তকালে
গভীরে থেমে থাক।
কাল এসে সবকালে
আমাদের প্রাণ নিয়েও থেমে থাকে না,
আমরা কোন গভীরে কারে খুঁজি,
শুন্য থেকে শুন্যর এই খেলা,
আমরা কী বুঝি এর ব্যবহারবিধি?
সকালে বিকালে আরও কত কালে
আমরা ভাগ হই প্রতিদিন,
আর প্রতিটি প্রাণ নিয়ে কে খেলা করে?
কেন এই অভিপ্রায়!