দিল খোদা কসম যুগের
কসম সময়ের।
দোযখি বান্দা আমার সব
নাহি কেহ বাদ রয়ে।
তা বলিয়া বান্দারা সব,
কান্নায় পড়িল ভাঙিয়া।
এখানেতে খোদা নাহি রয়ে চুপ
পরের অংশেই খোদা বলিল,
যারা সৎকর্ম করে---
বিপদে-আপদে ধৈর্য ধারণ করে
সৎ কাজের নির্দেশ বলে,
অন্যায়-অপরাধ এড়িয়ে চলে;
তারা নহে,
তারা নহে।।