Posts

নিউজ

এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতলেন পার্সিভাল এভারেট

November 22, 2024

নিউজ ফ্যাক্টরি

46
View

চলতি বছরের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতেছেন পার্সিভাল এভারেট। বুধবার ( ২০ নভেম্বর) রাতে নিউইয়র্ক সিটিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৭৫তম ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হয়। 

'জেমস' উপনাসের জন্য ফিকশন ক্যাটাগরিতে এই পুরস্কার পান পার্সিভাল এভারেট। মার্ক টোয়েনের বিখ্যাত বই ‘অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’ অবলম্বনে উপন্যাসটি লিখেছেন তিনি। এতে হাকলবেরির বন্ধু ক্রীতদাস জিমের দৃষ্টিকোণ থেকে তাদের অ্যাডভেঞ্চারের কাহিনী বর্ণনা করা হয়েছে। বইটি ২০২৪ সালে প্রকাশিত হয়।    

৬৭ বছর বয়সী এই লেখক জেমস উপন্যাসের জন্য চলতি বছরের কিরকাস প্রাইজও পেয়েছেন। এছাড়া এবারের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পেয়েছিল বেস্টসেলিং এ বইটি।   

এভারেট ২০টিরও বেশি উপন্যাস লিখেছেন। তার লেখা বইগুলো হলো, ইরেজার, দ্য ট্রিজ, ড. নো, টেলিফোন, সো মাচ ব্লু, এজাম্পসন, গডস কান্ট্রি। 

এদিকে ননফিকশন ক্যাটাগরিতে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতেছেন জেসন ডি লিওন। তিনি ‘সোলজার্স অ্যান্ড কিংস’ বইয়ের জন্য পুরস্কারটি জিতেন।

এছাড়া পোয়েট্রি বিভাগে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান ফিলিস্তিনি-আমেরিকান কবি লেনা খালাফ তুফাহা। তিনি 'সামথিং এবাউট লিভিং' কবিতা সংকলনের জন্য এই পুরস্কার পান। এই বইয়ের কবিতাগুলোর মাধ্যমে ফিলিস্তিনি ইতিহাস এবং ফিলিস্তিনি ডায়াস্পোরার একটি বিস্তৃত চেহারা ফুটিয়ে তুলেছেন তিনি।  

উল্লেখ্য, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি। পুরস্কার হিসেবে বিজয়ী লেখকরা ১০ হাজার ডলার পান। 

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login