Posts

গল্প

উদাসিনতা

November 23, 2024

Rakib Chowdhury

21
View

উদাসীনতা : 🤔🤔

প্রথমে বলতে গেলে আমরা উদাসীনতা বুঝি মন দেহ ও মস্তিষ্ক তিনটিতেই কোন সঠিক কর্ম সাধন না করার অক্ষমতা।

আর মন ভালো না থাকাটা হচ্ছে তার প্রধান সমস্যা।

ফলে আমাদের মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে সঠিক সিদ্ধান্তটি নিতে না পারায়।

মন ছুটে চলে দিগন্ত থেকে তেপান্তরে যেখানে তার মনের ভালোলাগাগুলোকে ব্যক্ত করতে পারে।

সমাজ,পরিবার ও তার জীবন সঠিক ভাবে নিয়ন্ত্রিত না থাকাটাকে সে একটি বড় সমস্যা মনে করে যেমনটা হয় প্রতিটি মানুষের জীবনের উপলব্ধি। তবে এসব থেকে মুক্তিতে মানুষ তার জীবনের সঠিক রাস্তাটি খুঁজে না পাওয়ার উদাসীনতায় ভোগে সেখানেই আবার সৃষ্টি হয় নতুন পরিক্রমার,শুধু যেন সৃষ্টির এক অবিবরণীও ঘূর্ণিওমান চক্র যা ফিরে পেতে হয় প্রতিটি মানুষের জীবনে বারংবার।

মন খুজে পেতে থাকে কোন এক নির্জন প্রশান্তময় এক স্বর্গের যেখানে তার এই উদাসীন মনোভাবকে কাটিয়ে একটি ভালো লাগার মনের আবির্ভাব ঘটাতে পারে, যা থাকে সব সময়ের ভালোলাগা ও উদাসীনতাকে কাটিয়ে ওঠার এক স্মৃতি হয়ে।

জীবনের ভুল সিদ্ধান্ত আর ভুল রাস্তায় অগ্রসর হওয়ার সময়টা যখন খুব খারাপের দিকে চলে যায় তখনই মানুষের জীবনে সেই উদাসীন মনোভাবের সৃষ্টি হয়ে থাকে। আমরা যতই ভেবে থাকি যে আমাদের জীবন সঠিক নিয়মে বা সঠিক রাস্তাতে চলছে কিন্তু সেই জীবনেরই আড়ালে আবার এই উদাসীনতা আপনাকে গ্রাস করছে ধীরে ধীরে,আপনার মন ও মস্তিষ্ক আপনাকে তা বুঝতে বাধা সৃষ্টি করবে।

আরেক মনোভাবের উদ্ভব হয়ে থাকে যা শুধু আবেগকে অনিয়ন্ত্রিত করে ফেলে; উদাসীনতার ফলে এই আবেগটি আবার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে যেটি বিভিন্ন আবেগীয় ভালোলাগার দিকে ঠেলে দেয় যেটি আবার কোন মাদকের নেশায় আসক্তির কারণ হয়ে দাঁড়ায়।

তাই পরিশেষে বলতে চাই যে আপনার জীবনকে যেকোনো একটি ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। তবেই আপনি এই সমস্যাকে কাটিয়ে উঠতে সক্ষম হতে পারবেন।


 


 

লেখক-: আমার নিজ উক্তিতে এই লিখনটি পরিসমাপ্তি;

Comments

    Please login to post comment. Login