আচ্ছা মানুষের কি শুধু শখের মানুষই থাকে মানুষকে শুধু শখের হয় তাছাড়া কি অন্য কিছু শখের হয় না।
আমি মনে করি মানুষ শুধু শখের হয় না মানুষ ছাড়া অন্য কিছু সুখের হয়। সেই শখের জিনিসটা আমারও ছিল এইতো মাত্র দু'দিন আগে আমার টিয়া পাখিটা উড়ে চলে গিয়েছিল। এর আগেও অনেক বের হয়েছে বাইরে থেকে ঘুরেছে আবার নিজেও চলে এসেছে প্রায় এক মাস আগে ও হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায় সেদিন খুব কান্না করেছিলাম টানা তিন ঘন্টা আমি কান্না করেছিলাম। অনেক কান্না করেছিলাম ওদিন বৃষ্টি পড়ছিল সন্ধ্যা হয়ে গিয়েছিল তবুও ও বাসায় আসিনি আমি প্রচুর কান্না করেছিলাম হঠাৎ করে দেখি কোথা থেকে রাত্রি বেলা উড়ে এসেছে। আমি ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম।
তারপর থেকেও সারাদিন ছাড়াই থাকতো ঘরের মধ্যে ঘুরতো বাইরে গাছে ঘুরে বেড়াতো ইত্যাদি আরো কত কি।
আমি ওকে ভালোবেসে নানান ডাকে রাখতাম সোনা মিঠু, সোনা পাখি,জান পাখি ইত্যাদি।
এইতো মাত্র দু দিন আগে উড়ে চলে গিয়েছিল সেদিন ছিল শুক্রবার আমার বাসায় আত্মীয়-স্বজন ছিল। তাই আমি ওর দিকে সেই ভাবে খেয়াল রাখতে পারিনি হঠাৎ করে দেখি মিঠুকে খুঁজে পাওয়া যাচ্ছে না । অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলাম দূরের একটা গাছে ও ডাকছে আমার ডাকের উওর দিচ্ছে।
তারপরে ওখান থেকেও উড়ে যেয়ে অন্য একটি গাছে যায় গাছটি ছিল নারিকেল গাছ ।তার পাশেই ছিল কদম ফুল গাছ ওখানে টানা দুদিন ছিল অনেক ডাকাডাকি করেছি খাবার দিয়েছি ইত্যাদি করেছি কিন্তু ও আর আসেনি। আজ সকালে ও আমি আব্বু আম্মু সবাই মিলে গিয়েছিলাম ওই নারকেল গাছ ছিল যে বাসায় ওই বাসার ছাদে । আমার সোনার পাখি ছিল, আমার সোনা পাখি, কিন্তু তারপরে যে কোথাও হারিয়ে গেল আর খুঁজে পেলাম না তাকে । আর দেখতেও পেলাম না। ওখানের কিছু লোক বলল যে ওই যে কদম গাছটা ওই কদম গাছে অনেক টিয়া পাখি এসে ওখানে বসে। হয়তো ওই পাখিদের সাথে ও চলে গিয়েছে কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছিল । আমার কান্না চলে আসছিল কিন্তু কিছু আর করার নেই । ওই যে কথায় আছে না, শখের জিনিস থাকে না বেশি দিন। আমারও ওই একই অবস্থা। আমার সোনা পাখি আমার কাছে তিন বছর ছিল । তারপরে আর খুঁজে পেলাম না রাত্রি হয়ে গেল আমার মনে হয় না ওকে আর আমি কখনো খুঁজে পাবো ও চলে গিয়েছে না ফেরার দেশে ও হয়তোবা বেঁচে থাকবে,নয়তো মারা যাবে। আমি শুধু দোয়া করি ও যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে ও যদি আমার কাছে নাও আসে তাহলে আমি কষ্ট পাবো । ও যদি নতুন সঙ্গী পেয়ে আমাকে ভুলে যায় । আমার কথা যদি ওর মনে না পড়ে ও যদি না আসতে চাই, না আসুক সমস্যা নেই। শুধু আমার একটাই ভয় যেন ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারব তো। কেননা ওতো ছোটবেলা থেকে মানুষের মধ্যে বড় হয়েছে ও তো আর বাইরের পরিবেশ সম্পর্কে ততটা জানেনা । তাই অনেক ভয় আমার ওকে নিয়ে ও কি বেঁচে থাকবে না মরে যাবে।
আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ও যতদিন বাঁচবে থাকবে। ও যেন অস্বাভাবিক সুন্দর ভাবে বাঁচে থাকবে পারে।
ওর যেন কখনো কোনো বিপদ না হয়।
আপনার আমার সোনা পাখি জন্য দোয়া করবেন