পোস্টস

নিউজ

১ লাখ ডলারের গিলার প্রাইজ জিতলেন অ্যান মাইকেলস

২৩ নভেম্বর ২০২৪

নিউজ ফ্যাক্টরি

কানাডার সম্মানজনক সাহিত্য পুরস্কার গিলার প্রাইজ জিতেছেন অ্যান মাইকেলস। পুরস্কার হিসেবে কানাডিয়ান এই উপন্যাসিক এবং কবি পেয়েছেন এক লাখ মার্কিন ডলার। অর্থমূল্যের দিক থেকে এটিকে দেশটির সাহিত্য জগতের সবচেয়ে মূল্যবান পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।    

৬৬ বছর বয়সী এই লেখক তার ‘হেল্ড’ উপন্যাসের জন্য ২০২৪ সালের গিলার প্রাইজ পেলেন। বইটি ২০২৩ সালের নভেম্বরে প্রকাশিত হয়। এটি ১৯০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিস্তৃত একটি মহাকাব্যিক উপন্যাস। এতে চার প্রজন্ম ধরে বিস্তৃত একটি পরিবারের একাধিক সদস্যের গল্প বলেছেন লেখক। ১৯১৭ সালে ফ্রান্সের আইসনে নদীর কাছে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্র থেকে শুরু হয় এই উপন্যাসের কাহিনী।  

অ্যান মাইকেলস জানান, তিনি তার লেখার মাধ্যমে যুদ্ধের নৃশংসতা তুলে ধরার চেষ্টা করেন। মানুষ যেন যুদ্ধের ভয়াবহতা ভুলে না যায় সেই জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তিনি।   

হেল্ড উপন্যাসটি ২০২৪ সালের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল। তার লেখা অন্যান্য বইগুলো হলো, ফিউজিটিভ পিসেস, দ্য উইন্টার ভল্ট, দ্য ওয়েট অব অরেঞ্জেস, মাইনারস পন্ড, স্কিন ডাইভারস। তার লেখা ৪৫টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে।   

তিনি এর আগেও কয়েক ডজন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, অরেঞ্জ প্রাইজ, গার্ডিয়ান ফিকশন প্রাইজ, কমনওয়েলথ পোয়েট্রি প্রাইজ, ট্রিলিয়াম বুক অ্যাওয়ার্ড। চলতি বছরের সম্ভাব্য নোবেল বিজয়ী লেখকের তালিকায়ও তার নাম ছিল। 

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে গিলার প্রাইজ দেয়া হচ্ছে। ইংরেজি ভাষায় লেখা কানাডার লেখকদের কথাসাহিত্যের জন্য প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। অর্থমূল্যের বিচারে এটি কানাডার সবচেয়ে মূল্যবান সাহিত্য পুরস্কার। 

সূত্র: সিবিসি