Posts

কবিতা

অন্তর্দাহ

November 24, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

52
View

আগুন জ্বলবে, তার জন্মই হয়েছে জ্বলার জন্য!  
সে জ্বলবে, তার জ্বলে ওঠার আনন্দে ছারখার হয়ে যাবে ধরনীর পৃষ্ঠতলে অবস্থানরত সমস্ত মোহ,  
তবুও সে জ্বলবে, জ্বলতে জ্বলতে দাহানল হয়ে যাবে প্রেমের সকল রাজপ্রাসাদ,  
জ্বলে পুরে ছারখার হয়ে যাবে সেই প্রাসাদের সমস্ত স্মৃতি,  
জ্বলতে জ্বলতে থেমে যাবে হৃদয়ের মসৃণতম গীতি।  
থেমে যাবে জীবনের সমস্ত গান।  

দাবানলে দাহন হয়ে যাবে প্রাসাদের সেই রাজার প্রাণ,  
ঠিক যেভাবে সে দাহন হয়েছিলো রমনির কঠিন চোখের করুনতম চাহনিতে,  
আগুন জ্বলবে, তার জন্ম হয়েছে কেবলই জ্বলে ওঠার জন্য!  
কখনো সে জ্বলবে বিরহের অগ্নি হয়ে বিরহীনির প্রানে,  
আবার কখনও জ্বলবে অর্ধমৃত প্রেমিকের মনে অন্তর্দাহ হয়ে,  
আগুন জ্বলবে, তার জন্মই হয়েছে কেবল জ্বলে ওঠার জন্য।  

কখনও বা জ্বলতে জ্বলতে পুড়ে ফেলবে সংসারের সকল সুখ,  
কখনও আবার পুরিয়ে দিবে অসহায়ের বুক,  
আগুন জ্বলবে, তার জন্মই হয়েছে শুধু জ্বলে ওঠার জন্যে!  
জ্বলার পথে সে সংসারের হাজারো সুতো পোড়াবে,  
যেনো তার জন্মই হয়েছে শুধু পোড়ানোর জন্য।

Comments

    Please login to post comment. Login