Posts

কবিতা

জেগে উঠো প্রহরী

November 24, 2024

Muzahid Shihab

বছর বছর কষ্ট বাড়ে, স্বপ্ন শুধু মিছে হয়,

ম্যাটস্-ডিএমএফের জীবন যেন দুঃখ দিয়ে ভরা রয়।

পড়ালেখা শেষ করেও, চাকরি মেলে না তাদের,

এভাবে কি চলবে সবার, দুঃখ ভরা এই দিনের?

বছরের পর বছর ধরে, বঞ্চনা আর অবহেলা,

শিক্ষার পথে লড়াই করে, মেটেনি তবু কোনো চাওয়া।

নিয়োগ নেই, সুযোগ নেই, শুধু প্রতিশ্রুতির ছল,

স্বপ্ন নিয়ে পথে নেমে, হয়েছে জীবন কেবল ছন্দহীন চল।

উচ্চশিক্ষা চায় যে জাতি, কোথাও এমন দেখা যায়?

জ্ঞান অর্জনের জন্য কেন, সংগ্রাম করতে হয় ভাই?

কোর্সের মাঝেই বিভ্রান্তি, কোনো পথ নেই পরের,

এই যে কষ্ট, কে বুঝবে, আমাদের হৃদয়ের?

শাসকেরা কেবল কথা বলে, কাজ তো কিছুই করে না,

বেকার তৈরির কারখানা খুলে, জীবনটাকে নষ্ট করে যায় সবার।

তবু থামবো না, লড়বো মোরা, অধিকার আদায় করবো,

স্বপ্ন নিয়ে বাঁচবো আবার, এক নতুন পথ গড়বো।

দিন আসবে, বদলাবে সব, আসবে আলো নতুন,

ততদিন চলবে সংগ্রাম, যতদিন না হয় পূর্ণ।

মুজাহিদ শিহাব 

ম্যাটস্,বাগেরহাট 

ব্যাচ-৪২

Comments

    Please login to post comment. Login