প্রকৃতির মধ্য দিয়েই জীবনানন্দ দাশ তুলে ধরেছেন আনন্দ-উল্লাস, বিষাদ-অবসাদ, প্রেম-ভালোবাসা-বিরহ, অলসতা, দেশপ্রেম। প্রোজ্জ্বল উপস্থাপনায় 'রূপসী বাংলা'র কবিতাগুলি সত্যই হয়েছে বাংলার প্রতিনিধি। নিখাদ বর্ণনায় হয়েছে গ্রামবাংলার শ্রেষ্ঠ প্রতিনিধি। কবিতার অবয়ব যেন বাংলা, শব্দগুলি যেন এক-একটা পরিবেশের চিত্র। চমৎকার উপস্থাপন ও তথ্যাদির যথার্থতা এ-কাব্য যেন 'বাংলাদেশ'। কবিতাগুলি যেন এক-একটা আর্কাইভ।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।