পোস্টস

কবিতা

আমার কবিতা

২৫ নভেম্বর ২০২৪

MD. Shahnewaj

  •    আমার কবিতা
  •                  শাহানেওয়াজ  
  •   এটা আমার কবিতা 
  •     সকলে জানে সেটা ।
  •  একদিন কবিতা লিখতে বসলে, 
  •   দূর থেকে ভাবি আমি কেউ হয়তোবা দেখে !
  •       মাঝে মাঝে আমি ভাবি -
  •       ‌ ‌‌ ধুর ছাই।
  • কার আবার খেয়ে দেয়ে কাম কাজ নাই? 
  • আমি তখন লিখলাম একটি কবিতা আপন মনে 
  • লিখতে লিখতে কবিতা আমায় ভালো লাগে গেল যে। কবিতার মধ্যে হয়ে গেল প্রেম, 
  • আর ভাবলাম আর কত এভাবে। 
  •          একদিন হঠাৎ দেখতে পেলাম এক রূপসীকন্যা 
  •     যার নেই কোন গুণ যার নেই কোন সৌন্দর্য 
  • আছে শুধু বুক ভরা গান আর মুখ ভরা হাসি 
  • এসব দেখেই আমি তারে ভালবাসি। 
  •            তার সাথে কথা বলার আমার বড় ইচ্ছা জাগে 
  •   ভয় হয়, আনন্দ হয় আমিও চুপি চুপি ভাবি রাত জাগে 
  • সে যে আমায় ভালোবাসে আমি তো জানিনা কভু। 
  • তাই ত বললাম
  •  হে বিধাতা তুমি আমায় করেছো সন্তুষ্ট।
  •