Posts

কবিতা

অতৃপ্ত দর্শন

November 25, 2024

সমগ্র শুদ্ধ

33
View

দিবালোকের গলি পথে, অসংখ্য নারী হাঁটে;

জ্যোতির নির্যাসে--

পান করি সে মদিরা নির্নিমেষে,

অতঃপর বিঁধে রয়ে, মীনের কাটার মত তৃষিত গলায়,

ব্যথা নিয়ে শুতে যায়

নিরাশাজলে ভেজা জ্যোৎস্নালোকিত এক সন্ধ্যায়।

Comments

    Please login to post comment. Login