দিবালোকের গলি পথে, অসংখ্য নারী হাঁটে;
জ্যোতির নির্যাসে--
পান করি সে মদিরা নির্নিমেষে,
অতঃপর বিঁধে রয়ে, মীনের কাটার মত তৃষিত গলায়,
ব্যথা নিয়ে শুতে যায়
নিরাশাজলে ভেজা জ্যোৎস্নালোকিত এক সন্ধ্যায়।
দিবালোকের গলি পথে, অসংখ্য নারী হাঁটে;
জ্যোতির নির্যাসে--
পান করি সে মদিরা নির্নিমেষে,
অতঃপর বিঁধে রয়ে, মীনের কাটার মত তৃষিত গলায়,
ব্যথা নিয়ে শুতে যায়
নিরাশাজলে ভেজা জ্যোৎস্নালোকিত এক সন্ধ্যায়।