পোস্টস

বাংলা সাহিত্য

ছুঁয়ে দ্যাখো, আমি কত গুরুত্বপূর্ণ

১৪ মে ২০২৪

আবু আফজাল সালেহ


 তোমাকে ছুঁয়ে দেখার আগে বুঝেনি,
 তুমি কত গুরুত্বপূর্ণ!
 তোমার চোখে দেখছি রণতরি
 নীলাচল, লীলগিরি তোমার আঁচলে
 বুকজুড়ে আমাজান।
 
 মজলুম তুমি, বলেছিলে একদিন
 তোমার চোখে আমার চোখ রাখতে
 ছুঁয়ে দেখতে, তুমি পদার্থ কিংবা অপদার্থ কিনা!
 জোর দিয়েই বলেছিলে, তুমি রত্ন...
 তুমি আকাশ, তুমি সাভানার তৃণভূমি
 হেলেন হবে না নিশ্চিত।
 
 বিস্মৃতি হয়ে আজ, তোমাকে ছুঁয়েই দিলাম
 তোমার সেই কথা প্রতিফলিত হয়েছে বুকে
 বারবার, অসংখ্যবার 
আমার বুকে পাথর হয়ে জমে গেছে কি যেন!