Posts

বাংলা সাহিত্য

ছুঁয়ে দ্যাখো, আমি কত গুরুত্বপূর্ণ

May 14, 2024

আবু আফজাল সালেহ

230
View

 তোমাকে ছুঁয়ে দেখার আগে বুঝেনি,
 তুমি কত গুরুত্বপূর্ণ!
 তোমার চোখে দেখছি রণতরি
 নীলাচল, লীলগিরি তোমার আঁচলে
 বুকজুড়ে আমাজান।
 
 মজলুম তুমি, বলেছিলে একদিন
 তোমার চোখে আমার চোখ রাখতে
 ছুঁয়ে দেখতে, তুমি পদার্থ কিংবা অপদার্থ কিনা!
 জোর দিয়েই বলেছিলে, তুমি রত্ন...
 তুমি আকাশ, তুমি সাভানার তৃণভূমি
 হেলেন হবে না নিশ্চিত।
 
 বিস্মৃতি হয়ে আজ, তোমাকে ছুঁয়েই দিলাম
 তোমার সেই কথা প্রতিফলিত হয়েছে বুকে
 বারবার, অসংখ্যবার 
আমার বুকে পাথর হয়ে জমে গেছে কি যেন! 

Comments

    Please login to post comment. Login