Posts

কবিতা

আদিবাসী মেয়ে

November 25, 2024

জাকির সোহান

37
View

পুলসিরাত যাত্রীর উপর ওহী নাজিল হওয়ায়
যেনো বুঝে গেছে তারা জেনে গেছে সব
প্রকাশ্য বা গোপনে  তাই করছে প্রচার ;
আর কিছু নয় শুধু আদিবাসী মেয়ে দারুণ উর্বর।

পরকালের ধান্ধায় ঝিমুতে অভ্যস্তরা পাপ-পুণ্য সনাক্তকরণ বড়শিতে যৌবন শেষান্তে ভাবে; 
আদিবাসী মেয়ে একমাত্র নিরাপদ!

ক্রন্দনধ্বনি কিংবা উল্লাস ছাড়াও 
আদিবাসী মেয়ের আছে ভাষা
আছে জীবন-মরণের উপন্যাস 
লড়াইয়ের  মহাকাব্য ;
ওরা কোন্ স্বর্গের বাসিন্দা -নারী চেনে
শুধু স্তন আর যোনিতে?

ঈশ্বর অথবা শয়তান যেই দলের হোক নাগরিক
আদিবাসী মেয়ে, তোমার সভ্যতার দোহাই,
প্রতিবাদ, প্রতিরোধ কিংবা প্রতিশোধের রোশনাই জ্বালিয়ে 
এ মাটিতে তোমার পরিচয় দাও!!
 

Comments

    Please login to post comment. Login