একটি সুন্দর বিকেল। সোনালী সূর্যের আলো গাছের পাতা ও ফুলের ওপর পড়ছিল, আর বাতাসে ছিল হালকা মিষ্টি গন্ধ। অনেক দিন পরে মাঠে গেলাম খেলা দেখতে। মাঠে ছোট ছোট বাচ্চারা খেলা করছিল।সাথে আমি আমার কিছু বন্ধু এবংবড় আপুরাও ছিল। মাঠে বসে সবাই আড্ডা দেওয়ার মাঝে হঠাৎ মিললো এক মনোরম দৃশ্য , এক যাক পাখি উড়ে গেল বৃত্তাকারের মত করে পুরো মাঠ ঘুরে গিয়ে আবার গাছে বসলো। আহা! কি যে সুন্দর।এত সুন্দর হালকা বাতাস মুগ্ধ গন্ধ পাখির কলহল বাচ্ছাদের খেলায় যেন ছোট বেলায় ফিরে গেলাম।তাই এই সুন্দর মুহূর্তটাকে আরো হাসিখুশি করার জন্য সকলে মিলে প্ল্যান করলাম কিছু একটা খেলা যাক। যেই কথা সেই কাজ সকলে জুতা চোর নামক গ্রামীন ঐতিহ্যবাহী সেই খেলাটি খেললাম। খুবই মজা হল হওয়ারই তো কথা অনেকদিন পর।
আজকের বিকেলটা ছিল অন্যরকম, যেন প্রকৃতি তার সব রঙ দিয়ে আঁকছে এক অপরূপ ছবি। হাজারো মন খারপ ভালো হয়ে যায় গ্রামের এই সুন্দর বিকেল দেখতে দেখতে। যতই দেখি ততই দেখতে ইচ্ছে করি।
একেক দিনের বিকেল ঠিক একেক রকম সুন্দর। নীল আকাশের স্বচ্ছ মেঘের এক এক রকম দৃশ্য। মনটাকে বড্ড মাতিয়ে তোলে। কত রঙ্গের পাখি কত নামের পাখি যে ডানা মেলে মনের খুশিতে আকাশে উড়ে। ইচ্ছে করে সেই পাখির মত উড়ে বেড়াই।