Posts

কবিতা

জন্মান্তরের ব্যবধান

November 25, 2024

সুকান্ত সোম

খোরাকের অভাবে অনাদিকাল প্রান্ত বিভক্ত

সভ্যতার ব্যর্থতার গ্লানি ঝলমলে রস্নায়ে ঢাকা পড়েছে।

ভাবনার খোরাক হন্য হয়ে জন্মেছে,

বর্ষায় জেগে ওঠা ব্যঙের ছাতার মত,

দুশ্চিন্তার চিত্রপটে।

৫ তারকা থালায় ছত্রাকের আবির্ভাব,

ডাস্টবিনে বুভুক্ষের জন্ম স্বাদ মেটানো।

কমল দেহে সুগন্ধির ঘ্রানে নাক পাতা দায়,

নর্দমার বাথটাবে স্নানান্তে ভ্রান্তির নমস্কার।

এ ব্যবধান জন্মান্তরের।

Comments

    Please login to post comment. Login