কিভাবে ইসরায়েল পানির সমস্যার সমাধান করেছিলো?? ইসরায়েল একটি মরুভূমি সমৃদ্ধ অঞ্চল। এখানে মিঠা পানির সংস্থান খুবই অল্প। কিন্তু আজ তারা এটি ব্যবহার করার চেয়ে বেশি উৎপন্ন করে।
আমাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কিভাবে ইসরায়েল তার পানির সমস্যার সমাধান করেছিলো? বাকি বিশ্ব কি এটা থেকে কিছু শিখতে পারে?
টেকসই পানি ব্যবস্হাপনা ইসরায়েলের নেতৃত্বে শুরু হয়েছিল।দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা ঃ সারা দেশে মিঠা পানির অসম বন্টন।
ইসরায়েলের জাতীয় পানি কর্পোরেশন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১৯৬০ -এর দশকে ন্যাশনাল ওয়াটার ক্যারিয়ার নির্মানের মাধ্যমে শুরু হযেছিল।এই পানি পরিবহন ব্যবস্হাটি উত্তরে গ্যালিল সাগর থেকে পানি পাম্প করার জন্য বিদ্যমান আঞ্চলিক পানি প্রকল্পগুলি থেকে মধ্য ও দক্ষিণ ইসরায়েলে পানি স্থানান্তর করার জন্য তৈরি করা হয়েছিল।