বললাম, ভবিষ্যতে কী হতে চাও?
পিনাকী ভট্টাচার্য, ঝটপট উত্তর দিল কলেজ ছাত্র রিমন।
পিনাকী দা কী করেন?
ওমা জানো না তুমি? তিনি এইসময়ের সবচেয়ে বড় ইউটিউব ইনফ্লুয়েন্সার। নিখাদ দেশপ্রেমিক।
তা জানি, আমিও তাঁর ভীষণ ভক্ত। তবে পড়াশোনা লাটে উঠিয়ে দিয়ে, অধ্যবসায় শিকেয় তুলে রেখে দাদার আদেশ শিরোধার্য মেনে এদিকসেদিক গুঁতোগুতি করলেই কি দাদা হয়ে ওঠা যাবে? দ্বিতীয় প্রশ্ন করলাম আমি।
: দাদা অন্তপ্রাণ শিষ্য দাদার হয়ে কাজ করব না?
: অবশ্যই করবে। তুমি যে বললে দাদার মতো হতে চাও?
: হ, চাই মানে? অতি অবশ্যই চাই। আমি দাদার মতো আঙুল উঁচিয়ে চোখ তুলে ভ্রু নাচিয়ে কথা বলতে চাই। দুর্ধর্ষ ক্ষমতাকেও জবাবদিহি করতে চাই।
: দাদার মতো হতে চাইলে তো সবার আগে দরকার পড়াশোনায় মনোনিবেশ করা। নিয়মিত কলেজে যাওয়া। শিক্ষকের নির্দেশনা মেনে চলা। লাইব্রেরিতে গিয়ে বহুবিচিত্র বিপুলসংখ্যক বইপুস্তক পড়া। পিনাকী দা, চিকিৎসা বিদ্যায় উচ্চশিক্ষিত। ফ্রান্সের বিখ্যাত প্রসাধন কোম্পানি L'Oréal-এ বড় পোস্টে জব করেন। খুব ভালো বেতন পান। পাশাপাশি চিকিৎসা শাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করতে গবেষণাও করে যাচ্ছেন। ভালো লিখেন। পৃথিবীর টোটাল রাজনৈতিক ইতিহাস তাঁর ঠোঁটস্থ। রাজনৈতিক ভাষ্যকার হিসেবে এই বাংলায় পরিচিত মুখ। এমন একজন সুশিক্ষিত ও জ্ঞানী মানুষ তোমাদেরকে ক্লাসে ফিরে যেতে বলেন না? পড়াশোনায় মনোযোগ দিতে বলেন না?
: দাদা তো অমন কিছু একবারও বলেন নাই! মাথা চুলকাতে চুলকাতে ধীরলয়ে উত্তর দিল রিমন।
: তিনি হয়ত রাজনৈতিক ঘোরে ছাত্রের কিংকর্তব্য বলতে ভুলে গেছেন। তাই বলে তোমাদেরকে ভুলের ঘূর্ণাবর্তে মজে থাকলে চলবে কেন? মনে রেখো, একজন পিনাকী ভট্টাচার্য হতে হলে সবার আগে জরুরি নিবিড় পড়াশোনা।
: পড়তে তো ভাল্লাগে না। খালি বিপ্লব করতে মন চায়। দাদা কথা বললেই জোশ চলে আসে। মনে হয় সব শ্লারে সাইজ করে আসি।
: মৃত্যুর আশঙ্কা তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করা অসম সাহসী ব্রিটিশবিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার ও ক্ষুদিরাম বসুর নাম শুনেছ?
: তাঁরা কারা?
: পড়াশোনা না করলে কেমনে জানবে দেশের জন্য তাঁদের ত্যাগ ও অর্জনের গৌরবগাথা? তাই বলি কী, এই বয়সে অতুল সম্ভাবনাময় মগজটা অন্যের কাছে বর্গা দেয়ার আগে নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে যোগ্য করে গড়ে তুলো। আজীবন পিনাকী ভট্টাচার্যের শিষ্য হয়ে দাসত্বের জীবন কাটানোর মধ্যে আলাদা কোনো মাহাত্ম্য নেই। মিস্টার ভট্টাচার্য তো চিরকাল থাকবেন না। পৃথিবীতে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসেননি তিনি। প্রার্থনা করি তুমি নিজেই একজন দুর্দান্ত পিনাকী ভট্টাচার্য হয়ে ওঠো। গুরুর নাম রোশনাই করতে হলে গুরুর চেয়েও অধিকতর যোগ্যতা অর্জন করতে হয়। আসল গুরুদক্ষিণা তো ওটাই।
-ফারদিন ফেরদৌস
২৫ নভেম্বর ২০২৪
91
View