Posts

গল্প

মজার গল্প

November 26, 2024

Aled Cohen

1036
View

একটা ছোট্ট মজার গল্প শোনাই।

একবার এক গ্রামে ছিলো এক বুদ্ধিমান চাষী। সে খুব সহজ, কিন্তু বুদ্ধিতে ধূর্ত। তার গ্রামের মানুষ তাকে সবসময় নানা সমস্যায় সাহায্য চায়। একদিন গ্রামের প্রধান এসে বলল, "আমাদের গরুর একটা সমস্যা হয়েছে। গরু দুধ দিচ্ছে না। তুমি কীভাবে এই সমস্যা সমাধান করবে?"

চাষী একটু ভাবল, তারপর বলল, "আচ্ছা, গরুকে তো আর কড়াকড়ি দিয়ে দুধ বের করা যাবে না। কিন্তু আমার একটা উপায় আছে।"

সে গরুর পাশে গিয়ে ফিসফিস করে গরুর কানে কিছু বলল। পরের দিন সবাই অবাক হয়ে দেখল, গরু ঠিকই দুধ দিচ্ছে!

গ্রামের সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করল, "তুমি গরুর কানে কী বললে?"

চাষী মুচকি হেসে বলল, "আমি গরুর কানে বলেছি, ‘যদি দুধ না দাও, তবে তোমার জায়গায় একটা ছাগল এনে রাখা হবে।’ গরু তখন ভয় পেয়েছে, তাই দুধ দেয়া শুরু করেছে!"

এটা শুনে সবাই হেসে কুটিকুটি। চাষীর বুদ্ধি সত্যিই অনন্য!

এই গল্পে আসলে হাসির মাধ্যমে এক ধরণের কৌশলগত বুদ্ধির পরিচয় পাওয়া যায়।

Comments

    Please login to post comment. Login