মগজের যে কোণায় ঘৃনার আবাদ হয়
তার একটা বায়োপ্সি করাও প্রিয়
বিষাক্ত নীল রঙে ছেয়ে গেছে হৃদপিন্ডটাকেও।
কি করে বাচো বলোতো
প্রেমিকা হওয়া তো চারটেখানি কথা নয়
অমোঘ সাধনার শেষ প্রাপ্তিও হতে পারে
জুলেখার ৩২ বছর প্রহর গোণা মিথ্যা নয়
এই যে দেখছো সুখের আবরন
সময়ের ধুলায় ভাবছো সব ঢেকে যায়?
একটা বিকেলের গন্ধই যথেষ্ট
নীল বেদনার সমগ্র আকাশটা চাদর হয়ে জড়িয়ে ধরে
সলতে জ্বলা বাতির মত যে অভিশাপের ফনা
যে লক্ষ্য স্থির করে রেখেছে
তাকে নোনা জলের সমুদ্রে পরিণত করো না।
বরং কিংবদন্তী হবে
এমন একটা প্রেম দিও।