আমি ভুলে যাই আমার স্নায়ু
সূত্রীকার ফাঁক অনুরনিত হয়না ঠিক তালে
ভুলে যাই কবিতা লিখব
কলম আর কি লিখবে, আমার সাথে
দেখতে থাকে; কবিতা;
কবিতারা খায়, কবিতারা ফুটপাত ধরে দৌড়ায়
কবিতা কখনও বেহিসেবি তারছেড়া সন্ত
হাসতে হাসতে লুটিয়েপরা কবিতা হাত পাতে
দুটো টাকা আর একটা লজেন্স
দেখতে থাকি ধর্ষিতা কবিতা, দেখি ক্ষুধার্ত
দেখি কাঙ্গাল, বিবাগী, জলের উপর
ফোড়ন কাটা সব কবিতা স্ফুটনাঙ্কে স্থির
আমি ভুলে যাই আমি কবিতা লিখব।
ভুলে যাই, স্বরবর্ণ ব্যাঞ্জনবর্ণের তালগোল
’ভালোবাসা’ নামের বর্ণ ব্যাবচ্ছেদ
ধারাবাহিক ভাবে জন্মাতে থাকে অনুর্বর ক্ষেতে
দেখতে থাকি বাগান, মাদার গাছ
ভূত-ওলা শ্যাওড়া, দুই একটা কাঠ বাদাম
জংলা বুনোগন্ধী আমায় ভুলিয়ে দেয়।
ভুলে যাই ছাড়তে সে হাত
যা ভুল করেই বোধহয় ধরে রেখেছিলাম
কয়েক সভ্যতা আগে থেকে
যখনও কোন কলমিলতা জলে ভাসতে শুরু করেনি
কিংবা
পরাগায়ণ শেখেনি টগর;
ভুল করে ভুল হয়ে যায়।
আর
আমি ভুলে যাই তা বলতে
যা কোন কালেই বলা হয়নি, কালোশশী
”ভালোবাসি”।