Posts

গল্প

বিন্দু আমি তুমি আমায় ঘিরে – Bangla Pream Kahini

November 27, 2024

Alamgir Alamgir

22
View

» ভালোবাসার গল্প > বিন্দু আমি তুমি আমায় ঘিরে 

পর্ব ১: শিশিরের প্রচুর ঘুম পাচ্ছে,, কিন্তু এই মুহুর্তে

কোনোমতেই ঘুমানো যাবে না,,, আর মিনিট দশেক

পরেই একটা ফোন আসবে,,, ফোনটা রিসিভ করে

কিছু কথা বলা দরকার,,, কথাগুলো জেগে থাকা

অবস্থায় বলা প্রয়োজন,,, ঘুমের তালে কথাগুলো

বলা যাবে না,,,, গতকাল রাত দশটায় কারেন্ট গেছে

আর এসেছে আজ সকাল ৫টায়,,, সারারাত শিশির

ঘুমায় নি,,,, গরমে ওর ঘুম হয় না,,,, সারারাত ও

জেগে থেকে কিছুক্ষণ সারা ঘরে হাটাহাটি করেছে, কিছুক্ষণ কানে হেডফোন গুযে গান শুনেছে আর কিছুক্ষণ বসে বসে মশার কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত ভোর হওয়া দেখেছে,,,, কারেন্ট এলে রুমে এসে শোয়ার পরও ঘুম আসছিলো না,,, কিছুক্ষণ হলো ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে।

Comments

    Please login to post comment. Login