Posts

কবিতা

তৃষিত তৃষ্ণা

November 27, 2024

সমগ্র শুদ্ধ

29
View

মনের মত বিক্ষিপ্ত মেঘে, হৃদয় রেখেছি বারবার

উড়ে গেছে অনবরত, ফিরেছেও--যেন রূপান্তরের কারবার;

ঘাসের জলে তৃষ্ণা মেটাতে রোজ হাটি স্বপ্নলোকে

ভীড় করে আছে তাবৎ জনতা, জমেজল যেথা ক্রমে,

জলের ফোয়ারায় সিক্ত কামনা মেঘের পানে চায়

কতবার চুরি হলো অস্থির হৃদয়, রয়েছে তা অজানাই।

Comments

    Please login to post comment. Login