মনের মত বিক্ষিপ্ত মেঘে, হৃদয় রেখেছি বারবার
উড়ে গেছে অনবরত, ফিরেছেও--যেন রূপান্তরের কারবার;
ঘাসের জলে তৃষ্ণা মেটাতে রোজ হাটি স্বপ্নলোকে
ভীড় করে আছে তাবৎ জনতা, জমেজল যেথা ক্রমে,
জলের ফোয়ারায় সিক্ত কামনা মেঘের পানে চায়
কতবার চুরি হলো অস্থির হৃদয়, রয়েছে তা অজানাই।