বন্ধু, বহুকাল ঘুমাও নি
মোহাম্মদ বিলাল
( সুহৃদ সালেহ মোহাম্মদ জাহিদুলের মৃ্ত্যুতে)
তোমার জন্য বন্ধু হৃদয় কাঁদে
আমি জানি
এই সবুজ প্রান্তরে সবকিছুই সজীব
কেবল তুমিই কফিনের ভেতর
হৃদয় তোমার ফোটে আছে কমলের মতো সুন্দর!
জানি, বহুকাল ঘুমাও নি
এবার তোমার বড়ো বড়ো চোখ দুটো
কী যে পরম শান্তিতে ঘুমিয়ে আছে!
বন্ধু, ঘুমাও তুমি অবিচল
মাটির দানার মতো আমাদের ভালোবাসা ঘনবদ্ধ
তোমার হৃদয়ের চারিদিকে ঘিরে আছে নিরন্তর।