সে হেটে যায়
-আমির হামজা
তার দ্রোহে হৃদয়ে জাগে বিদ্রোহ,
শীত চলে গেলো বসন্ত বিরহে রত।
তার ফিরে যাওয়া, আমার কাছে;
আমার কাছে এক হাতে ধুলা
আরেক হাতে টকটকে লাল কৃষ্ণচূড়া।
গ্ল্যালাক্সি ঘুরে এসে পায়ের চিহ্ন
পড়েছিল তার পায়ের উপরে আবেশে
কত নক্ষত্ররাজি চেয়েছিলো মুগ্ধ করতে
অথচ ছিনু পায়ের চিহ্নের পরে চেয়ে।
অনলে বন্যা, চিরকালীন নোনাজল
মাছ ফসল সবই পচলো
ছিল যা অনন্ত অবিচল।
হৃদয়ের দ্রোহে চামড়া পুড়ে যায়,
কাকনে শব্দ তুলে সে হেটে যায়
সে হেটে যায়।