Posts

নিউজ

নোবেলজয়ী জন ফসের সম্মানে সাহিত্য পুরস্কার চালু করল নরওয়ে

November 28, 2024

নিউজ ফ্যাক্টরি

সাহিত্যে নোবেল বিজয়ী নাট্যকার এবং উপন্যাসিক জন ফসের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে অনুবাদ সাহিত্য পুরস্কার চালু করেছে নরওয়ে সরকার। প্রতি বছর একজন নির্বাচিত অনুবাদককে দেওয়া হবে এই পুরস্কার। নরওয়েজিয়ান সাহিত্যকে অন্য ভাষায় অনুবাদ করে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ফসে প্রাইজ ফর ট্রান্সলেটরস পুরস্কারটি দেওয়া হচ্ছে।        

বিজয়ী অনুবাদক পুরস্কার হিসেবে পাবেন ৫ লাখ নরওয়েজিয়ান ক্রোন (৪৫ হাজার মার্কিন ডলার)। নরওয়ের সরকারের অর্থায়নে এই পুরস্কারটি দেবে দেশটির ন্যাশনাল লাইব্রেরি।     

ন্যাশনাল লাইব্রেরির পরিচালক আসলাক সিরা মাইহরে বলেছেন, নরওয়েজিয়ানের মতো একটি অপ্রধান ভাষাকে যারা অন্য ভাষায় অনুবাদ করবেন তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি কঠিন, সৃজনশীল কাজ যা সাহিত্যকে মানুষ এবং সংস্কৃতির কাছাকাছি নিয়ে আসে।

প্রথম ফসে প্রাইজ পাচ্ছেন জার্মান অনুবাদক হিনরিখ শ্মিট-হেনকেল। তিনি দীর্ঘদিন ধরে জন ফসের সাহিত্যকর্মকে জার্মান ভাষায় অনুবাদ করে আসছেন।    

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সাহিত্যে নোবেল প্রাইজ পান নরওয়ের নাট্যকার জন ফসে। সে বছরের ডিসেম্বর মাসে নরওয়ে সরকার তার প্রতি সম্মান জানিয়ে এই পুরস্কার চালু করার ঘোষণা দিয়েছিল।  

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login