যোদ্ধার বাড়ি ফেরা
-আমির হামজা
শরীরে লাগা তীরের ক্ষত গুনতে গুনতে এক শহীদের শেষ কথা আছিলো
“আমি আর বাড়ি ফিরবো না, আমি বাড়ি ফিরবোনা এই ক্ষত নিয়ে।
এমন না যে আমার ক্ষতের দিকে তাকিয়ে অশ্রু ঝরানোর মতন কেউ নেই
আমি বাড়ি ফিরবোনা আমার ক্ষত নিয়ে কেননা প্রত্যেকটা ক্ষত
আমাকে মনে করিয়ে দিবে বিভীষকার কথা যা তীরের ফলার মধ্যে দিয়ে
আমার রক্তে চলে গেছে, আমার রক্ত নালী এখন তীরের ক্ষতের প্রবাহমান নদী।
যেখানে বহু আগে অনাগত সুখের বোঝা বইয়ে চলতো রক্ত। যে সুখ একটা ঋন
চাপিয়ে দিয়েছিলো যে তীরের আঘাত ছাড়া তার নিস্পত্তি ছিলোনা। আমি বাড়ি ফিরবোনা
মুছে যাওয়া সুখের ঋনের বোঝা নিয়ে। ফিরবোনা না পাওয়া মৃত্যুকে নিয়ে।”