আমাকে কাছে টেনে নাও
–আমির হামজা
হাত দাও, আমার এ শক্ত হাত
তুমি আলগোছে ধরে নাও।
সকালে ঘুম থেকে উঠে
চুলের খোঁপা বাধার জন্যে ধরা;
তেমনি ভাবে তুমি আমার
হাত ধরে নাও।
রুগ্ণ শরীরের মৃতপ্রায় রোগীর পাশে
বসে পরম আদরে আর অল্প
প্রশান্তির আশায় ধরা হাতের মতন
তুমি তোমার হাত এগিয়ে দাও
আমার এ হাত শক্ত করে ধরে নাও।
মুখে তুলে দেওয়ার জন্যে
হাতে নেওয়া খাওয়ারের মতন
আমার হাত ধরে নাও
দূর থেকে কাছে এসে
আমার হাত নিজের হাতে নাও।
চোখের অশ্রু থামানোর জন্যে
কিঞ্চিৎ চোখের আশেপাশে
যেভাবে হাত ঘোরে
তুমি আমার হাত
অশ্রু ধরার মতন ধরে নাও
তুমি দুহাতে কাছে টেনে নাও।
যেভাবে পানি শাপলা টেনে ধরে
বিড়ালীর হাতের থাবায়
বিড়ালের মতন তুমি হাত ধরে নাও।
হাতের ইঙ্গিতেই কথা হবে
ওষ্ঠে শীতের নীরবতা
হাত ধরে কীভাবে হেঁটে যায়
ক্লান্ত পথিকেরা।
সেভাবে তুমি আমার হাত ধরে নাও।