Posts

নিউজ

বিশ্বের কুৎসিত ভবনের তালিকায় কসোভোর ন্যাশনাল লাইব্রেরি

November 30, 2024

নিউজ ফ্যাক্টরি

50
View

কসোভোর ন্যাশনাল লাইব্রেরির অবস্থান দেশটির রাজধানী প্রিস্টিনায়। অদ্ভুত দর্শন এই ভবনটি বিশ্বের কুৎসিত ভবনের তালিকার ৯ নম্বরে রয়েছে। 

১৯৮২ সালের ২৫ নভেম্বর এই লাইব্রেরি ভবনটির উদ্বোধন করা হয়। ক্রোয়েশিয়ান স্থপতি আন্দ্রিয়া মাতইয়ানকোভিচ এটির নকশা করেন। ১৬ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে লাইব্রেরিটির অবস্থান।

এই ভবনে বিভিন্ন আকারের মোট ৯৯ টি গম্বুজ রয়েছে। সাদা গম্বুজগুলো ঐতিহ্যবাহী আলবেনিয়ান টুপির প্রতীক বলে মনে করা হয়। ভবনটি সম্পূর্ণভাবে ধাতব জালে আচ্ছাদিত। মৌমাছির চাকের মত দেখতে জালটির কারণে বাইরে থেকে দেখলে এই লাইব্রেরিকে উদ্ভট একটি স্থাপত্য মনে হয়।

লাইব্রেরির উদ্বোধনী দিনে যারা এসেছিলেন তাদের কাছে এই জালটিকে স্ক্যাফোল্ডিং বলে মনে হয়েছিল। কোন ভবন নির্মাণের সময় ধাতু, বাঁশ দ্বারা যে অস্থায়ী মাচা তৈরি করা হয় তাকে স্ক্যাফোল্ডিং বলে। এটি নিরাপদ প্লাটফর্ম হিসেবে কাজ করে।

অনেকের কাছেই লাইব্রেরিটি বিশাল একটি কারাগারের মত লাগে। তবে প্রিস্টিনার বিস্ময়কর এই ভবনটি নিয়ে সকলের দৃষ্টিভঙ্গিই একরকম নয়। কারো কারো কাছে এটিকে চমৎকার একটি স্থাপনা বলে মনে হয়।

১৯৯২ সালে বসনিয়ার যুদ্ধের সময় এই লাইব্রেরির অনেক ঐতিহাসিক বই ধ্বংস হয়ে যায়। সে সময় সার্বিয়ান আর্মি ভবনটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করেছিল।

সূত্র: বলকান ইনসাইট, অ্যাটলাস অবস্কিউরা

Comments

    Please login to post comment. Login