পোস্টস

চিন্তা

ক্ষুদ্র কথন

১৫ মে ২০২৪

অর্ণব মিত্র

মূল লেখক অর্ণব মিত্র

আমি প্রায় ক্ষেত্রেই মানুষের হৃদয়কে অত্যন্ত মোহনীয় রূপে কল্পনা করে থাকি। যেন হৃদয় একটি সদ্য প্রস্ফুটিত কুসুম, যে তার সুধাগন্ধে মাতিয়ে রাখে চারিধার। কিন্তু বাস্তবতা আমার ভাবনার মতো নয়। বাস্তবে সব মানুষের হৃদয়কে হৃদয়পুষ্প বলা চলেনা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওটি হৃদয়নর্দমা হয়। এদের কাছ থেকে নাক চেপে শ্বাস বন্ধ করে দ্রুত পায়ে দূরে সরে যাওয়াটাই সমীচীন। 

( ফেসবুক পেইজ: Arnab's poetry )