Posts

গল্প

বিয়ে করতেছেন, তাহলে একটু ভাবুন।

December 2, 2024

Farhan Amin

Original Author ফারহান আমিন

40
View
👳‍♀️👰.বিয়ে করতেছেন একটু ভাবুন.🥹
☞.আপনার বয়স যখন ৩০/৩২ বছর, তখন আপনি ১৫/১৬ বছরের একটা মেয়েকে বিয়ে করছেন !  বয়সের তফাত টা একবারের জন্যও ভাবলেন না।  একটু চিন্তা করে দেখুন....!®.আপনি ২০ বছর পর যখন ৩০ থেকে ৫০ বছরে পৌঁছাবেন, তখন আপনার  sexual ability কতো টা থাকবে..?
⤴️.at that time's...........................▪️▪️▪️
আর তখন আপনার বউ ১৫ থেকে ৩৫ বছরে যাবে, তখন তার  sexual ability  কতটা হবে...??★★★একবারও কি ভেবে দেখছেন না,,,,,,,★★★আপনার যখন যৌবন ফুরায় যাবে, তখন আপনার 👰‍♀️বউ যৌবনের সাগরে হাবুডুবু খাবে.।🤵‍♂️👰‍♂️ বিয়ে করেন, তবে বয়সের এতটা difference কেনো।।🧔 শুধুমাত্র বয়সের এতো Difference এরজন্য, 
    আজ সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে।।।বিয়ের ক্ষেত্রে বয়সের এতো টা  পার্থক্য সংসার জীবনের উপরও প্রভাব ফেলে,~ আপনার ৩০ বছরের জ্ঞান আর ১৫ বছরের জ্ঞান কখনই সমান হতে পারে না..!!➤ যদি দাম্পত্য জীবনে সুখিময় হতে চান, তাহলে অবশ্যই নিজের সমান কাওকে বিয়ে করুন,  or 4/5 বছরের পার্থক্য করুন, এর বেশি না করা টাই ভালো।‌✪আর হে,  যদিও আপনার বউ আপনার থেকে বয়সে বড়ও হয়,  তাতে সমস্যা নেই,  কারণ এতে সে পরকীয়ায় জড়াবে না, এটা  আশা করা যায় ।।🚫.এমন মন মানসিকতা কেনো আপনাদের....❗🔻.আপনি অনার্স মাষ্টার শেষ করে job পেয়ে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজবেন, ক্লাস 8/9 অথবা বড়জোড় 10 এর মেয়ে।🔰.যে সকল মেয়ে গুলো অনার্স মাষ্টার পড়েছে অথবা শেষ  করেছে,  তাদের কে বিয়ে করুন, এতে সুখি হতে পারবেন, ল ইনশাআল্লাহ ।।।👳‍♀️👰‍♂️.বিয়ের ক্ষেত্রে এই বয়সে difference টা ত্যাগ করা সকলের জন্যই অনেক জরুরি, এবং same age বিয়ে করার চেষ্টা করা আমাদের সকলের জন্যই উচিত।।।⚜️সম বয়সি মেয়ে বিয়ে করুন, এবং বন্ধুর জায়গাটাও পূরণ  করুন,,🤲.ভালো থাকুক, সকলের দাম্পত্য জীবন, ভরে উঠুক সকলের রংঙিন জীবন,  এই কামনা করি.।।।।
বিঃদ্রঃ=== আমার এই গল্পটি দ্বারা যদি কেও উপকৃত হয়ে থাকেন, ও কারো ভালো লেগে থাকে, এমনকি আরো নিত্য নতুন গল্প পেতে আমার ছোট্ট পেইজটি ফলো দিতে ভুলবেন না,, এই অনুরোধ টা আপানাদের কাছে আমার থাকলো,, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়েই আমি আজ এ পযর্ন্ত আসতে পেরেছি,,  সকলেই ভালো থাকবেন

Comments

    Please login to post comment. Login