Posts

প্রবন্ধ

স্বাধীনতা (Premium)

January 28, 2025

Farhan Amin

Original Author মুহাম্মদ মুনতাসির আহম্মেদ

0
sold
স্বাধীনতা

মুহাম্মদ মুনতাসির রহমান


তুমি কি জানো,
স্বাধীনতা কারে কয়?
লাখো শহিদের রক্তে গড়া
এদেশের পরিচয়!
স্বাধীনতা মানে, সংঘাত ছেড়ে
এক হয়ে সবে চলি ।
স্বাধীনতা মানে, ভেদাভেদ ভুলে
ঐক্যের কথা বলি ।
স্বাধীনতা মানে, গরিব- দুঃখি
সকলের মুখে হাসি ।
স্বাধীনতা নয় মুনাফাখোরি,
কৃষকের গলে ফাঁসি!
স্বাধীনতা মানে, সুদ -ঘুস
আর দুর্নীতি করা নয় ।
স্বাধীনতা মানে, প্রতিবাদী চোখ
চহনি অকুতোভয় ।
সেদিন যেমন দেশের জন্য
দিয়েছিল তাঁরা প্রাণ,
আজও তোমরা লড়তে পারো
বাঁচাতে দেশের মান ।
লড়বে তুমি বাঁচাতে দেশের
আসল স্বাধীনতা,
বাঁচবে ভূমি, বাঁচবে দেশ,
দেশের আমজনতা ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Farhan Amin 3 weeks ago

    কবিতাটি পড়ার জন্য সকলকেই ধন্যবাদ

  • Farhan Amin 3 weeks ago

    কবিতা টি ভালো লাগলে জানাবেন,,