সে দিনের সেই সন্ধ্যা আর ফিরে আসি বলে নাই
আমি এসেছি! এক বুক স্বপ্ন নিয়ে
চেয়ে থাকা বিছানার সেই বিড়াল।
যার গল্প হিজল তমাল কেউ জানে নাই
অন্ধকার সন্ধ্যা এসেছে তখন তালমহুয়ায়
লক্ষীর রাজটিকা হয়ে,
তোমার হাত খুঁজে গেছে যত কলা পাতা ছাওয়ায়
যে ঘর, যত পাওয়া না পাওয়ার
বেড়াজালে এটেছে নীলকান্ত আচর
যত বন্যতা-হনুমান আর যারা চেনে
আমাকে। তাই নিয়ে আমি লাকড়ি কাটি
আর অপেক্ষা। যে নভোচারী কোন দিন
চাঁদ দেখেনি তার হাতে সূর্যের মত এলোমেলো
আমি খুঁজে গেছি। পথ খুঁজে বেরুতে চাই বলে
হাত ধরে ছুটেছি তাই অর্জুন বনে। দিশে
হারা তুমি আমি। পথ পেয়েছি রাঙ্গা
কবুতরের তীক্ষ্ণ চোখে, ঠোঁটে।
২০১১