আকাশতলে মাঝি বসে
মনের সুখে গায়,
এপার ওপার দুই ধারে তার
নৌকা ভেসে যায়।
যাত্রী আসে যাত্রী যায়
কেউ না ফেরে আর,
কজন এলো কজন গেল
খোঁজ রাখে কে তার?
সেই মাঝি নায়ের মাঝি
একলা বসে গায়ে,
নিঝুম পারের ডাক এসেছে
দলে দলে আয়।
গেলাম সেই নিঝুম পাড়ে
দেখলাম তার আশ্চর্য,
আশ্চর্য দেখে চমকে ওঠে
সারা বিশ্ব রাজ্য।
তার নৌকায় ভেসে গেলাম
নদীর ওই পাড়ে,
গিয়ে দেখি নৌকা বাধা
সারা জনম ধরে।