★★★★★ চিঠি★★★★★
ভীষণ করে চেয়েছিনু আমি
কোন একদিন নামে বেনামে
আসুক আমার নিজ ঠিকানায়
একটি তোমার পত্র।।
হোক না সেটা ভুল বানানে
কিংবা ভুলের অবগাহনে
তবুও আসুক
তোমার থেকে একটি প্রেম পত্র।
হয়তো তুমি অভিমান গুলো
জমা রেখে দেবে
সাদা কাগজে।
নয়তো কখনো নীল খামে ভরে
বেদনা গুলো উড়িয়ে দেবে চিঠির ভাজে।
অবুঝ মনের শত অভিযোগ
অনুযোগ গুলো কালো কালি হয়ে
ঝরে যাবে ঝরা পুষ্পের ন্যায়।
মন পড়ে রবে সেই নিরালায়।
পেরিয়ে যাওয়া তিন দশকে ও
পেলাম না আমি সেই খাকি খামে
প্রেমিকের লেখা কতশত রঙে
সেই সাজানো বাহারি খামে
অতি কাঙ্ক্ষিত পত্র।
জীবনের এই ব্যস্ত ক্ষণে
হঠাৎ যখন টেবিলের কোণে
পেলাম আমি সেই কাঙ্ক্ষিত পত্র
যা কী না দিলো আমার ছাত্র।( ছাত্রী)
মন চলে গেলো সময়ের স্রোতে
ফিরে না পাওয়া অতীতে
আমি হারালাম ছোট্ট চিঠির
ভালোবাসার নদীতে।
উম্মে ফারহানা