আমার স্বপ্ন
মনে আমার স্বপ্ন আছে,
আলো জ্বলে হৃদয় মাঝে।
পথ চলার এই যে পথে,
ভরসা রাখি মনের সাথে।
আকাশ ছোঁয়ার ইচ্ছে তবু,
পাখির মতো ডানা মেলি।
চাই উড়ে যেতে বহুদূরে,
নতুন সূর্যের আলোর তলে।
স্বপ্নগুলো সত্য হবে,
মনে আছে দৃঢ় আশা।
চেষ্টা করব নিরন্তর,
হয়তো পাব ভালোবাসা।
জীবন গড়ি স্বপ্ন নিয়ে,
সব বাধা দূরে সরে।
একদিন আমি হবো সেরা,
নতুন আলোয় জীবন ভরে।
This is a premium post.