স্বপ্নের ডানায়
স্বপ্ন দিয়ে বোনা জীবন,
আলো দিয়ে আঁকা পথ।
তোমার মাঝে আমার স্বপ্ন,
তোমার হাসি শাশ্বত।
তুমি আকাশ, তুমি তারা,
তুমি আলো, তুমি আশা।
তোমার ছোঁয়ায় ছুঁয়ে যাই,
জীবনের প্রতিটা ভাষা।
বাঁধনহারা এই পৃথিবী,
তবু স্বপ্ন থামে না।
তোমার ডানায় উড়তে চাই,
শেষ ঠিকানা জানি না।
This is a premium post.