Posts

কবিতা

এ কেমন তুমি আমি - রাফাত আহমেদ

December 4, 2024

Rafat Ahmed

Original Author রাফাত আহমেদ

180
View

এক আযানের আগে কয়েকশো বছর সমান দীর্ঘ মুহুর্তের যে রাত,
আসলে রাত নাকি দিনের অংকে ভালো থাকা? 
যদি এই সকালের হিসাব মেলাতে 
একটা রাতের উচ্চতর গণিতে আটকে যায়?
তাহলে কী বৃথা?
কিন্তু পুরো রাত জুড়ে আমার অংকের চেষ্টা বৃথা?
এইতো হিসাব মেলাচ্ছি
পুলসিরাতের কাছাকাছি 
মনে হচ্ছে সামনের পথ নরকের।

নাকি উচ্চতর গণিত ছিল তোমাকে না ভোলা মুখের 
চরম সত্য?
উত্তরের আশা কী আমাদের ইশ্বরকে মনে করায়
নাকি কবিতা হীন সকালকে
তাহলে নরকের ভীড়ে.... 
একেমন তুমি আমি?

Comments

    Please login to post comment. Login