আমাকে যদি বলো শুধু তোমার হতে,
আমি রাজি।
যদি বলো মেঘ হয়ে তোমায় ছায়া দিতে,
আমি রাজি।
যদি বলো বৃষ্টি হয়ে তোমায় ভেজাতে,
আমি রাজি।
যদি বলো চাঁদ হয়ে জ্যোৎস্নার পরশ দিতে,
আমি রাজি।
যদি বলো সাত সাগর তেরো নদী খুঁজে,
হাজার একটা নীল পদ্ম এনে দিতে;
আমি রাজি।
যদি বলো শত্রুর বিপক্ষে সৈন্যবিহীন যুদ্ধে যেতে,
আমি রাজি।
যদি বলো নক্ষত্রভরা রাতে সমুদ্র দেখাতে,
আমি রাজি।
যদি বলো ভীষণ মন খারাপের দিনে,
তোমার হাসির খোরাক হতে;
আমি রাজি।
যদি বলো তোমাকে পাবার জন্য হিমালয় জয় করতে,
আমি রাজি।
যদি বলো গভীর অরণ্যের ভেতর,
তোমার জন্য একখানা কুড়ে ঘর,
অথবা কোন বিলাসবহুল নগরে সুউচ্চ অট্টালিকা বানাতে;
আমি রাজি।
যদি বলো তুমি ফুল হও আমি অলি হয়ে আসবো তোমার কাছে,
আমি রাজি।
আরো যদি প্রত্যাশা থাকে তোমার,
যদি বলো হতে অনেক কিছু;
আমি রাজি।
শুধু একবার বলো আমায় ভালোবাসো,
একটিবার বলো শুধু আমার আছো।